আমরা লেখক হিসাবে একজন হুমায়ূন আহমেদ কে পেয়েছিলাম।যে ৪০ বছর আমাদের তার creation দিয়ে মন্ত্র মুগ্ধ করে রেখেছিলেন।তিনি নেই কিন্তু আমরা এখনও তার লেখা পড়ে মন্ত্র মুগ্ধ।আমরা কি আরেকজন "কবিতার হুমায়ুন " পেতে পারিনা? যে সাবলিল ভাষায় লিখে যাবে কবিতা।ভাবের গভীরতায় তা হবে অনন্য।আমরা কবিরা আজকাল কবিতায় ভাব চয়নের চেয়ে কঠিন শব্দ চয়নে ব্যস্ত।" কবিতার হুমায়ুন" রাতারাতি চলে আসবেনা।অপেক্ষা করতে হবে।অপেক্ষা তো শুরু করতে হবে ভাই।আমরা শুরু করব হয়ত এর শেষ হবে কবিতার হুমায়ুন এর হাতে।যারা হুমায়ুন আহমেদ লেখা পরেছেন তারা বলতে পারবেন তার লেখায় "জটিল বাক্য" ছিল না বল্লেই হয়।তবু কত ভাবগম্ভির লেখনি। আমরা এমন একজন কবি চাই যার লেখা শুধু আমরাই পড়ব না বরং সমস্ত পৃথিবী পড়বে।
আলোচনাটি ৫৩৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়: ০৮/০২/২০২৪, ১০:৫৭ মি: