কবির কবিতা পড়েছ তোমরা
কবিরেই জান নাই
ভাব গুলো তার কোথা হতে এলো
সে খবর রাখো নাই।
আনন্দ দুঃখ উৎসাহ প্রেরণা
সবই পেয়েছ যে ভাই
তারে পেরেছ কি দিতে কিছু
তোমরা সবাই?
সে দিয়েছে তোমাদেরে তার
সবই উজাড় করে
রাখে নাই সে কিছুই
সবই দিয়েছে তোমাদের ভরে।
বিরহের কবিতা পড়েছ তার
বিরহের কারন জানো নাই
দুঃখ তার লেখায় দেখেছ
তার জীবনে দেখো নাই।
সুখ গুলোও ছিল এমন
খাতার পাতায় লিখা
আসলে তা তার লেখায় ছিল
জীবনে ছিল না।
হাজার প্রাণের মর্ম ব্যথা
সে রচেছে খাতা ভরে
নিজ জীবনের হাজার কথা
রয়ে গেছে অগোচরে।
নিজের করে চায়নি সে কিছু
কেবলই চেয়েছে দিতে
চেয়েছে সে শুধু থাকতে বেঁচে
তোমাদের মাঝেতে।