কবি গুরু নই আমি
কবি একজন
মনের ভাবে রে করি
কবিতায় ধারণ।
ইচ্ছে করে যখনই যা
রচি গো তখনি তা
কতটুকু জানি না
হয় তা কবিতার মতন।

জীবনের আলো আমি
রচে যাই ক্ষণে ক্ষণে
বিদীর্ণ চিত্ত মোর  
যেটুকু রাখে মনে।
অবহেলা করি না আমি
রচিতে তারে
নিঃশেষ করি তাতে
যখনি যা আসে মনে।
কিছু দেব তাই আমি
রচি না গো তারে
সে মোরে  দেবে কিছু
এই কামনা শুধু মোর অন্তরে।