ক্লান্ত পথিক শ্রান্ত যেন
আজ এই আঁধার রাতে,
ভেবে ভেবে সে আজ দিশেহারা
কেউ তো নেই সাথে।
একা পথে অন্ধকারে
আর কত দেবে পথ পাড়ি,
শঙ্কা জাগে মনে যে আজ
কতো দূরে তার বাড়ি?
এদিক চাহে ওদিক চাহে
ব্যাকুল দৃষ্টি দিয়ে,
অসীম যেন আরো অসীমে
যায় রে তারে নিয়ে।

ফেলে আসা পথ গুলি
পেছনে রয়েছে পরে,
কেনো যেন আজ তাদের কথা
তার বারে বারে মনে পড়ে।
ইচ্ছে করে ফিরে যেতে তার
সেই হারানো পথের কাছে,
আবার ভাবে কেমনে যাবে
তারা যে হারিয়ে গেছে।
পেছনে ফেরা নাই, সামনে অসীম
কোথা আর যাবে সে,
ক্লান্ত পথিক তবুও চলে
এক মিথ্যে আবেশে।