ফিরে চায়, আবার চলে যায়
এ কেমন ছলনা তার?
হাসি দিয়ে কান্না ভুলিয়ে দেয়
তার প্রেমের ছলনায়।
এমন করে কিছু সে মোরে দেয়
মোর যাহা আছে সব কেড়ে নেয়
তবু আমি রাখি মনে তারে
কিছু তো সে দিয়েছিল মোরে।