মন যেন আজ সুদূর দূরে
চায় যে যেতে আপন সুরে
খুঁজে পেতে আপন মনের
আপন মানুষটারে।
চারিদিক আজ শূন্য যেন
মন হয়েছে এমন কেন
হৃদয় আমার উদাস আজি
তারেই মনে করে।