আগের মত কিছুই নেই আর
কবিতার শেষ লাইন গুলিও
আর হয় না তেমন,
কোথায় যেন হারিয়ে গেছি আমি।

ক্লান্তি এসে ঘিরে ধরেছে এই আমায়
প্রশান্তি গুলি চলে গেছে বিদায় নিয়ে
শুধু পড়ে আছি এই আমি, শুধু একা।

জীবনের ডাক আজো শুনি
তবু নিরুত্তর আমি....
শুধু বসে থাকি নিজের সৃষ্ট নির্জনে।
সেই পথ, সেই মাঠ, সেই কাশফুল
কোথায় গেছে তারা? দেখি না কাউকেই।

আছি এই নির্জনে, তবু যেন কোলাহল...
নিজেকে নিতে চাই আরো নির্জনে, নিরিবিলিতে
গহীনের আরও গহীনে, যেখানে সব শূন্য হয়।

খুব ইচ্ছে করে সব ডাক তুচ্ছ করে
সেখানে যেতে, যেখানে আছে অন্ধকার
আলোহীন, বর্ণহীন, প্রকাণ্ড এক অন্ধকার,
যে অন্ধকারে বসে থাকা যায় অনন্ত কাল।