কে সে? কে সে?
মোরে ভালবাসে
ডাকে মোরে কাছে
প্রাণের আহ্বানে
কে সে? কে সে?
ভোলে না মোরে সে
ধরে রাখে পাশে
হৃদয়ের প্রাণের উচ্ছ্বাসে
কে সে? কে সে?
বাহিরেও রই আমি
ভিতরেও তার আমি
এমনই রহে সে মোর আশেপাশে
দুজনায় যেন দুজনার অন্তর্যামী
কে সে? কে সে?
মোরে ভালবাসে।