নিজেরে সাজাতে কে আছ ব্যস্ত?
কে আছ প্রস্তুত
নিজের করে নিতে সমস্ত?
কে আছ এমন
যার আজ দরকার অনেক কিছু
ছুটতে কে আছো প্রস্তুত
শুধু সাফল্যের পিছু?
তারে চাই আমি আজ,
চাই যে করতে পূর্ণ
তার জীবনের সকল সাজ।
মিলে দুই জনে, আমার যা আছে
দিব তারে ভরে
নিজেরে রেখে পাছে।
চাওয়া না চাওয়া দুই জনে
মিলব এক সাথে
তার মাঝে বিলায়ে নিজেরে
চলব শেষে তার-ই পথটাতে।