আমায় কভু ছেড়ো নাকো
রেখো সাথে সাথে,
হৃদয় খানি হৃদয়ে রেখো
হাত খানি মোর হাতে।

পরশ তোমার দিও আমায়
রেখে তোমার পাশে,
হৃদয় আমার ভরিয়ে দিও
তোমার আনন্দ উচ্ছ্বাসে।

যদি আসে অন্ধকার
পথ ভুলাতে মোরে,
তোমার আলোয় রাঙিয়ে নিয়ে
রেখো সাথে করে।

ভুবন আমার ছেয়ে থেকো
যেও নাকো দূরে,
তুমি আমি পাশাপাশি
কাটুক জীবন ভালোবাসার সুরে।