তোমার মাঝে রইব আমি
আমার সকল দুঃখ ভুলি
এই টুকু মোর প্রার্থনা,
বন্ধু আমার তুমি কি তা রাখবে না?

যাতনা টুকু ভুলে গিয়ে
তোমার মাঝে হেসে খেলে
কাটাই যদি মোর দিন,
ঠাঁই কি মোরে দিবে না?

আমার প্রদীপ যাচ্ছে নিভে
দেখো কেমন ক্ষীণ হয়ে
আমার পাশে এসে তুমি,
জ্বালিয়ে তা কি দিবে না?

অভিমানী আমি ওরে
দাঁড়িয়ে আছি আঁধার পারে
ভুলিয়ে দিতে সব অভিমান,
বন্ধু আমার কাছে কি মোরে ডাকবে না?