কাছে গেলে যারে যায় না পাওয়া
কেমনে তারে আমি পাই,
হৃদয়ে রাখিয়া মিটে না যে আশা
কাছে তারে পেতে চাই।
কাছে গেলে যেন ফেলি হারায়ে
তাই ওগো থাকি দূরে;
এমনই শোকে, বিরহ গীতি
মনে বেজে ওঠে সুরে সুরে।