"কবিতা" তোমায় আবার
লিখব আমি নতুন করে,
যেমন করে আজো
হয় নি লেখা তোমার তরে।
কাব্য ভাষা শিখছি আমি
তোমায় সাজাব বলে,
এ ভাষা কি শেখা যায়?
শেষে মন আমার বলে!

তবু আমার চেষ্টা চলে
ছলে বলে কৌশলে,
কত ভাবনা, কত ভাবে
লিখি আমি মন খুলে।
হয় না তা কিছুই আমার
সে আমি জানি খুব করে,
তবু আমি লিখতে থাকি
যদি হয় তা একদিন,অনেক পরে।

উপমা রে পাই না খুঁজে
তোমায় সাজাব বলে,
কলম আমার যায় যে থেমে
তুমি মনের মত না হলে।
আবার আমি নতুন করে ভাবি,
চাই যে ভরিয়ে দিতে তোমায়;
তাই তো আমি শিখছি নতুন ভাষা
আমার নতুন কাব্য ভাষায়।

কাব্য ভাষায় প্রেম আছে যে;
আছে, কেমন যেন মায়া
একই ভাষা, তবু যেন আছে
কেমন অন্য ভাষার ছায়া।
রূপক দিয়ে যায় যে বলা
অনেক কথা একসাথে,
কাব্য ভাষার এমনই গুন
এই ভাষাই আজ মোর হাতে।

"কবিতা" তোমায় আমি সাজাব বলে
এত কিছু করি আয়োজন,
নাই বা হলেম মস্ত কবি
শুধু হতে চাই তোমার প্রিয়জন।