জীবন দেখে মনে হয়
তা না কেন এমন হয়,
প্রাপ্তি দানে মিলায়ে
সে হবে কেবলই শান্তিময়।
মন নিয়ে ভাবি হায়
তা না কেন এমন হয়,
যাতে এসে সব দুঃখ
কেবলই হবে ক্ষয়।
দুঃখ দেখে মনে হয়
তাতে কেন সবার-ই ঘৃণা রয়,
সে ছাড়া সুখের দাম
একটুও কি আছে হায়?
ফুল দেখে ভাবি হায়
জীবন তার অতি স্বল্পকায়,
দেখে তার দান
কেউ কি শিখতে পারে না কিছু হায়!
সময় দেখে মনে হয়
সে কেবলই প্রবহমান রয়,
থামতে কি পারে না সে
মানবের তরে হায়!
সুখ দেখে মনে হয়
সে না কেন সব সময় রয়,
মানব জীবনের সাথে
দুঃখ রে করে জয়।