একটু আমায় রাখো মনে
এই যে জীবন শেষের ক্ষণে।
তোমার পথে আমার ছায়া
জাগাবে না গো আর মায়া;
চলে যাবার আমি যাব
অনেক দূরে চলে,
তখন না হয় যেও মোরে ভুলে।