এই তো সে দিন
কি যে অন্ধকারে!
আমি প্রদীপ হাতে দাঁড়িয়ে ছিলাম
তোমার অপেক্ষাতে।
কত কি যে ভাবনা এলো
কত কি যে ভাবলাম বসে বসে,
এরই মাঝে হঠাৎ করে
এলে তুমি অপেক্ষার শেষে।
প্রদীপ যদি না-ই থাকত
অমন আঁধার ক্ষণে,
আমি তোমায় কেমনে পেতাম
তা-ই ভাবি মনে।
যেতে হবে অনেক দূরে
কেবল যাত্রা হল শুরু,
আলোর প্রদীপ আছে সাথে
তবু বুক দুরু দুরু।
শঙ্কা তো হায় রইবে পথে
তবুও এগিয়ে যেতেই হবে,
এমনি করেই হোক না মোদের
জীবন যাত্রা শুরু।