অজানার পিছে ঘুরে ঘুরে মিছে
কাল যে মোর যাচ্ছে গো শেষ হয়ে।
প্রভাতের মত দুপুর বিকাল সাঁঝে
কিছু আমি পাই নিকো মোর মাঝে।

কালের ধ্বনি বাজিছে থেকে থেকে
সত্য হতে জীবন যাচ্ছে শুধুই বেঁকে।
আঁধার কুয়াশায় ঢাকা পড়ে সব যেন শেষ হয়
আলোর রবি মোরে ছেড়ে দিয়ে ঐ সুদূরে রয়।