ঐ যে দেখো পথের'পরে
কত ফুল যায় যে ঝরে
কত হাসি হঠাৎ করে বন্ধ হয়ে যায়
আর কি তারা আসে ফিরে!

কত স্বপ্ন চোখের'পরে
কষ্ট নিয়ে যায় যে মরে
দেখলে শুধু দুঃখ বেড়ে যায়
এমনই জীবন মোদের হায়।