এই তো জীবন, কেটে যায়, কেটে যাবে
সুখ দুঃখের দাঁড়িপাল্লায় আর হয় না মাপা।
শুধু অনন্তে অবগাহন, যে অনন্ত অসীমে গেছে মিশে।
আমি, আমরা সবাই অনন্তের যাত্রী
কালো মেঘ, অন্ধকার রাত্রি, কণ্টক পথ, সবই হচ্ছি পার;
থামি না আমরা, থেমে থাকা যায় না এখানে,শুধুই ছুটে চলা,
ক্লান্তি থাকে, বিষাদ থাকে,সব নিয়েই ছুটে চলা, নেই অবসর।
তবু মন চায় একটু বিশ্রাম, একটু অবসর, একটু প্রশান্তি।
মাঝে মাঝে আলো এসে ধাঁধিয়ে দেয় চোখ
আশা আনে মনে, আশা আনে প্রাণে, পুলকিত হই আমরা।
ঘোর লাগে চোখে, ভাবি - অন্ধকারের বুঝি হল অবসান;
আলো যায় মিশে, কালো মেঘে ঢাকে আকাশ,
আবার ক্লান্তি, আবার অবসাদ, আবার ছুটে চলা...
আমাদের ছুটতেই হবে, আমরা যে অসীমের যাত্রী,
অনন্ত অসীম আমাদের ঠিকানা, পৌঁছাতেই হবে সেইখানে।
সে দিন হবে বিষাদের অবসান,অন্ধকার হবে দূর,
কোথাও থাকবে না কালো, আলোয় আলোয় জীবন হবে পূর্ণ,
যে আলো বিশ্রামের, যে আলো প্রশান্তির।