আজকে তোরে চিনব রে
যে আছিস মোর মাঝে
সকাল সন্ধ্যা যে মোরে করিস বিভোর
বসতে না দিস কাজে।
আমার মাঝে নব রূপে
বারে বারে দিস রে তুই দেখা
পাই নে তো দেখতে তোরে
শুধু দেখি যে তোর, যাওয়ার পথ রেখা।
কেনো রে তুই এমন করে
আমার মাঝে হেসে খেলে
সুখ গুলি মোর হরণ করিস
তোর রহস্যময় রূপ খানি রে মেলে।
মিলন মোদের হয়ত হবে নারে
কঠিন যে এই ভুবন
তবু তুই আসিস মোর মাঝে
যেমন করে আসে দখিনা পবন।