হাজার আশার ধ্বনি শুনি
নতুন করে আপনারে তাই যে বুনি
সব ভাবনা হয় যে সারা
আমি যে তারে হারা
ভুলতে তারে নাহি পারি।

সে গেছে চলে
মোরে একা ফেলে
স্মৃতি তার যায় না ভুলা যেন
কাদায় মোরে আজিকে এমনও
যেতে নাহি পারি তারে ছাড়ি।