প্রাণের ক্ষুধা আজি পাইবে সুধা
কে রে, কে দিবে আনি?
চেয়ে রই আশা লয়ে
দেখি যদি তার মুখ খানি।

খানিক দূরে যাই
আবার পিছনে ফিরে চাই,
কোথা যে তার খোঁজ পাই
তাহা নাহি জানি।

ভরিবে মন মোর
দিবে মোরে অন্তর,
এমনি ভেবে মন মোর বিভোর;
এ যেন মিছেই আশা
নাহি শোনা যায় তার বাণী।