আজ আলোয় রাঙা ভোর
আমার তাই তো অবসর
চুপটি করে একলা বসে
দেখবো সব যা আছে পাশে
নয়ন মোর উঠবে চমকি
হবো যে বিভোর।
এমন ক্ষণে কত কি যে হায়
ঘিরছে দেখো এই যে আমায়
আমার একলা মনে একলা থাকা
আপন মনে স্বপ্ন আঁকা
হচ্ছে নাতো কিছুই তার
শুধু যাচ্ছে কেটে আলোর ভোর।