হয়ত তুমি ভোরের শিশির
একটু রোদেই যাবে উড়ে।
হয়ত তুমি ঝড়ের মেঘ
পরক্ষণেই যাবে দূরে।
হয়ত তুমি কাশফুল
শরৎ এর শেষ প্রান্তে
বাতাস এলেই উড়ে যাবে
পারবে না কেউ জানতে।
হয়ত তুমি মেঘলা আকাশ
পড়বে ঝরে মাটিতে
নীল আকাশ যাবে দেখা
শুধু মেঘ রে পাবে না কেউ দেখিতে।