তোমায় নিয়ে স্বপ্ন বুনি
অপেক্ষাতে ক্ষণ গুনি
হৃদয়ে তোমার ডাক শুনি
কত ভালো লাগে।

তুমি বিনা একটি দিন
বেদনা সীমাহীন
পৃথিবীটাও বর্ণ হীন
প্রাণে ব্যথা জাগে।