এমন করে যদি কাটে
হেলা করে বেলা
তবে মন জেনে রাখো
হবে না শেষ খেলা।
দুয়ার খানি রুদ্ধ রবে
সবই যে শেষ হবে
আপন হৃদয় কেঁদে কেঁদে
শুধুই ব্যথার কথা কবে।
ভবের মাঝে এমনি আসা
পাবে না ভালোবাসা
জীবন সাঁঝে দেখবে এসে
ভাঙছে তোমার বাসা।
শেষ বেলাতে দুঃখ করে
উঠবে হৃদয় শুধুই ভরে
আপনারে দুষবে তুমি
তখন কিছুই নাহি হবে
বুঝবে যেন শেষে এসে
বৃথাই আসা ভবে।