তুমি আমায় ভালোবাসো
হৃদয় দিয়ে কাছে আসো
মুখটি দেখে একটু হাসো
অনেক ভালো লাগে।
হৃদয় আমার ব্যাকুল হয়
বারে বারে কেবলই কয়
প্রিয়া তোমায় ভালো লাগে।

হে প্রিয়তমা, হে হৃদয়ের ধন
সারাদিন বেঁধে রাখো
এ তোমার কেমন বাঁধন!
তুমি সুন্দর তুমি অপরূপা
তোমায় ভালবাসি ভালবাসি
হে প্রিয়তমা।