হৃদয় মাঝে আজি এসেছ নাথ
কেমনে তোমায় ধরে রাখি
পাছে চলে যাও ভেবে
জলে ভরে ওঠে আঁখি।
তোমারে পাওয়ার এই মধু ক্ষণ
চির দিন থাকিত যদি
চির দিন যদি তোমারে হৃদয় মাঝারে
রাখিতে পারিতাম হে হৃদয় পতি।
তুমি এসে, যাও ফিরে
নাহি রহ চির দিন ধরে,
দুয়ারে তোমার, তাই যেন নাথ
তোমারে চাওয়া মোর অবিরাম চলে।
যেটুকু তুমি, তোমারে দাও মোরে
তোমারে না পাওয়া ক্ষণে, তাই রাখে মোরে ভরে।
হৃদয় আমার এমন করিয়া
পায় যেন নাথ তোমারে।