ধর আমি হারিয়ে গেলাম
এমন কিছু হলে
তুমি কিগো খুঁজবে আমায়
নামটি আমার বলে?
কোথায় আমি হারিয়ে গেছি
তাও জানো না তুমি
তবু কিগো খুঁজতে যাবে
সেই সে অচিন ভূমি?
ধর আমার পেলেই নাকো দেখা
তবুও কিগো চলবে একা
হৃদয় প্রদীপ জ্বেলে
শূন্য হৃদে আশা নিয়ে
থাকবে কি তুমি এমনি করে
এই বুঝি মোরে পেলে।
ধর খুঁজতে খুঁজতে মোরে
একলা পথে যেতে দূরে
বলবে কেহ তোমায়
"যাচ্ছ কোথা, কোন সে তেপান্তরে?"
তখন কিগো বলবে তুমি "আমার সে জন
হারিয়ে গেছে ঐ সুদূরের পারে"।
বলেই তুমি চলবে কি গো আবার
না করে একটুও দেরি
খুঁজতে তোমার প্রাণ প্রিয় রে
সকল বাঁধা হেরি।
ধর ক্লান্তি আসবে তোমার
আঁখি আসবে বুঁজে
তবুও কিগো চলবে তুমি
এই অভাগারে খুঁজে?
কেঁদে কেটে একাকার
মনে নিয়ে হাহাকার
তবু আশা রাখিবার
ভরসা কিগো পাবে?
আশা কভু যাবে নাতো মিছে হয়ে
রাখবে কিগো প্রাণে মোরে ধরে
যত দিন বছর যুগ চলে যাবে।
ধর আমায় পেলেই খুঁজে
অনেক খোঁজার পরে
তখন সব কষ্ট ভুলে গিয়ে
কান্না কিগো আসবে দুচোখ ভরে?
আমায় কিগো কাছে নিবে
চুমবে শুধু মুখ
বলবে আমায়, "কোথায় ছিলে
মোর খালি করে বুক"?
তখন আমি হাত বাড়িয়ে
নেব তোমায় কাছে
দিয়ে দেব সবই আমার
যত আমার আছে।
এমন যদি হয় গো
তোমার আমার মাঝে
তবে কি তা ভাবছ তুমি
শুধুই হবে বাজে।
হারিয়ে গিয়ে,পাবার মজা
যদি নাহি থাকে ওরে
কেমন করে কোথায় পাবে
নতুন করে মোরে।