তোমার আমার কত কথা
কত হাসি কত ব্যথা
মনে পড়ে সবই আজ
হারিয়ে যাওয়া জীবনের কারুকাজ।

ফিরে তারা আসবে নাকো
পেরিয়ে মনের ব্যথার সাঁকো
হারিয়ে গেছে তারা দূরে
মোদের রেখে একা করে
অনেক দূরে অনেক দূরে অনেক দূরে।