হারিয়ে যাব যখন আমি
সুদূর পুরাতনে,
জানি, তখনো মোরে নতুন করে
রাখবে ধরে মনে।

ফেলবে নাকো মোরে জানি
তোমার মন টি হতে,
আমার স্মৃতি-ই করবে খেলা
তোমার হৃদয় আঙিনাতে।