হারিয়ে যেতে ইচ্ছে করে
হারিয়ে যাব দূরে
হারিয়ে যাব কল্পলোকের
ঐ সে তেপান্তরে।
কে আমারে রাখবে ধরে
আজকে যাব চলে
আজকে আমি একাই যাব
কাউরে কিছু না বলে।
বদ্ধ আমি বদ্ধ জীবন
বদ্ধ চারিপাশ
তাইতো আমি হারিয়ে গিয়ে
দেখব ঐ নীল আকাশ।