বাঁশি আমার বাজে না আর
আগের মত করে
যেমন করে বাজিয়ে সুর
তোমার হৃদয় দিতেম ভরে।
কেমন করে পুলকিয়া
উঠতে তুমি ব্যাকুলিয়া
তেমন করে সুর যে আর
আসে না মোর বাঁশি দিয়া।
তাই কি মোরে গেছ ভুলে?
করেছ পর একেবারে
যেমন করে বাঁশির সুর
গিয়েছে ছেড়ে মোরে।