তোমার তরে হবে কি গো
মোর একটু খানি ঠাঁই
তুমি ছাড়া কোথাও যে
মোর আপন কেহ নাই।
ঠান্ডা ভরা অন্ধকারে
শুধুই আমার ভয় করে
এমনি সময় অধীর হয়ে
তোমার পরশ চাই।
এইতো তুমি সেদিন ছিলে
হৃদয় আমার ভরে
মধুর আমার ক্ষণ গুলি যে
কাটতো কেমন করে!
পরশ ছিল আদর ছিল
ছিল ভালবাসা
হারিয়ে গেলো সেসব আজ
হারিয়ে গেলো আশা।