আমাদের সেই প্রেম
কত কত ভালোবাসা
আবেগের লুকোচুরি
ধীরে ধীরে কাছে আসা।
নিত্য নিয়ত সুখ
চারিধারে চারিপাশে
আজ তারা কই গেলো
সব যে হায় মনে ভাসে।