ফুরিয়ে এলো আমার বেলা
বাকি তবু অনেক খেলা,
দেখল না কেউ চেয়ে।

সবাই আমায় বললো ডেকে
ঘরে ফিরো খেলা রেখে,
অশ্রু তখন পড়ে যেন
আমার চোখ বেয়ে।

আশা আর কোথায় পাব
দুঃখ টারে কারে দেখাব
ফিরনু ঘরে শুধুই নিয়ে
কষ্ট টারে পেয়ে,
হায়! দেখল না কেউ চেয়ে।