শীতের হাওয়া কই গেল আজ
নাই তো কোন পাশে,
তারে বুঝি তাড়িয়ে দিল
ফাগুন এক নিঃশ্বাসে।
সবই যেন আবছা ছিল
রুক্ষ শীতের দাপটে,
ফাগুন এল হাওয়া নিয়ে
দিল তালা, কঠিন শীতের কপাটে।
ফুটল ফুল ডাকল পাখি
উঠলো জেগে প্রকৃতি,
থাকুক ফুল থাকুক পাখি
এই তো শুধু আকুতি।