ইচ্ছে করে পাখনা মেলে
আকাশ পানে উড়তে,
ইচ্ছে করে খোলা মাঠে
উদাস হয়ে ঘুরতে।

ইচ্ছে করে রংধনুর ঐ
রং নিয়ে খেলতে,
ইচ্ছে করে সাদা মেঘের
ভেলায় চড়ে ভাসতে।

স্বপ্ন দিয়ে ভুবন গড়ে
ইচ্ছে করে থাকতে,
শুধু আমার ইচ্ছে করে
ইচ্ছে গুলো ছুঁইতে।