ওগো মোর প্রণয়িনী ওগো প্রেয়সী
ওগো আদরিণী ওগো হৃদয় শশী
অধীর যেন আমি, তোমা লাগি আজ
তুমি হীনা ব্যর্থ জীবনের সব কারুকাজ
যত আছে আলো সব আঁধার লাগে শুধু
তুমি হীনা জীবন মরুভূমি ধুধু।
একটু অবহেলা তুমি যদি করো
একটু দূরে গিয়ে, যদি মনে নাহি করো
সহে না হৃদয়ে তা সহে না গো যেন
এত যদি ভালোবাসো তবে এমন কেন করো?