কে চায় মোরে, এত দিন পরে
আজি আয় আয় আয়
পাবি না পাবি না, প্রাণ ছেড়ে
যায় যায় বুঝি যায়।
আজি এ শেষের ক্ষণে
কেন যে চাহিস মোরে
বুঝি না বুঝি না বুঝি নারে হায়!
কত কাল আমি ছিলাম বসে
কেউতো এলি না মোর পাশে
কেন তবে এলি এ বিদায় বেলায়?
নতুন ব্যথায় মন ওঠে ভরে
আসিবার সে জন আজি এলি এত পরে
আবার জাগালি বাঁচিবার স্বাদ মোর মাঝে
এ কোন গভীর মায়ায়।