ভয়ে আমার বুক দুরু দুরু
সব কিছু শেষের
হল বুঝি শুরু।
আলো গেছে চলে
আঁধার এলো নেমে
কত হাসি কত গান
সব গেল থেমে।

হারায়ে ফেলেছি সব
যাচ্ছে সব চলে
আমি যে আছি একা
সে কথা কেহ নাহি বলে।
নীল আকাশে মেঘ জমেছে
আধার করে আসে
একা আমি শুধু একা
কেউতো  নাই পাশে।