তোমায় এক মুঠো আলো দিব,
নিবে তুমি?
সব অন্ধকার দূর করে
রাঙা আলোয় রাঙিয়ে নিবে নিজেকে।

এই পৃথিবীর যত প্রেম আছে
সব দেখবে ঐ আলোয়।
ঐ আলোয় শুধু ভালো কে দেখা যায়
যা স্নিগ্ধ লাবণ্যময়, যা প্রশান্তির
তা ই দেখবে ঐ আলোয়।