দিন শেষে আজ
মনে পড়ে তারে
হৃদয়ে আপন করে
রেখেছি যারে।
হয় নি ভুলা যেন
কোন স্মৃতি তার
মনে মনে তার সাথে
আজো হয় অভিসার
ভুলা নাহি যায় তারে।

বিষাদ হৃদয় আজ
যেন ফেলে রেখে সব কাজ
মনে আনে তারেই বারে বারে
মনে হয় এই বুঝি এলো সে ফিরে।