যার লাগিয়া পরাণ কাঁদে
তারে না পাই ধারে
এইবার বুঝি মরিব রে
আসল মরণ কয় যারে।
দূরে থেকে আজীবন ধরে
দিলো মোরে দুখ
পরাণ আমার কেঁদে মরে
চাই না আর সুখ।
পারত আমায় দিতে
যে জন অনেক ভালবাসা
সেই মোরে ঠকাল রে
ভাঙল মোর আশা।
মরব মরব আমি
তার-ই বিহনে
কি মায়া ছিল রে হায়
তার-ই চাহনে।
ছেড়ে গিয়ে মেরে গেল
কেন রে আমারে?
সুধাই আমি মনের দুঃখ
এখন কাহারে।
দূরে গিয়ে কাদায় আমায়
কেমন নিঠুর রে
ছাড়বি যদি কেনো রে নিঠুর
মায়া দিলি রে।