দুঃখ আমায় ভালোবাসে
আমি বাসি তারে
তবু কেন মাঝে মাঝে
যায় সে চলে আমায় ছেড়ে
নিঠুর ছলনায়।

ক্ষণিক আমায় রেখে সুখে
দেয় সে আশা শুধুই মোরে
মায়ার ছলনায়।

আমি দুঃখটাকেই শুধু চাই
আমি দুঃখটাকেই যেন পাই
তোমরা না হয় থেকো
মায়া আর মমতায়।