সবাই ভুলেছ মোরে
আমিও ভুলেছি সবারে
মিছে মিছে আর
কত পুষিব ছলনা রে।
সত্য সে তো আসিবে বাহিরে
কঠিন রূপ ধরে
সেই আসা আজকেই
আনিলাম নাহি দেরি করে।
শেষের দিনে সব খানি ব্যথা
একসাথে বলিছে যেন মোরে কত কথা।
শুনে শুনে আমি
দিশে হারা নিজেরই কাছে
সুখ যে মোর সব গেল চলে
এখন যেন দুঃখ শুধু আছে।
সামনে আছে যে
পথ অনেক খানি
তাও যে চলতে হবে
আমি তো জানি।
আর কি পাব ফিরে সুখ?
হয়ত বা না!
হয়ত শেষ হবে সব
মোর কিছুই পাওয়া হবে না।