কী বা রচিব নিয়ে
মানব জীবন
সে তো পূর্ণ এক
দুঃখের ভুবন।
তাকাও যে দিকে দেখো
কেবলই নিরাশা
শান্তি নেই কোথাও
নেই কোন সুখের ভরসা।
মোরা সুখের লাগি
বাহি দুঃখ ভেলা
সুখ সে তো আসে নাকো
সে করে কেবলই হেলা।
তবু নানা সাধনায়
করি চিত্ত নিবেদন
তাতেও পাইলে কিছু
ভরিত বদন।
এমনই এই ভুবনে মোরা
আছি গো বাঁচিয়া
রচিয়া যাই কেবলই স্বপ্ন
সব দুঃখ ভুলিয়া।
সুখের আশা আছে মোদের
সবারই অন্তরে
তাই তো খুঁজি তারে মোরা
এই পৃথিবীর প্রান্তরে প্রান্তরে।