আকাশের ঐ সুনীল নীলে
তুমি আর আমি মিলে,
যাব আজ হারিয়ে।
দিগন্তের ঐ পথ-রেখা
দূরে যারে যায় দেখা,
তাও যাব মোরা ছাড়িয়ে।
যেতে যেতে কোনো ক্ষণে
চলে যাব আনমনে,
সুখ আছে যেথা দাঁড়িয়ে।
সন্ধ্যা নেমে এলে
দূরের আকাশ তলে,
আবিরের মাঝে নীল যাবে মিলিয়ে।
যুগ যুগ ধরে
রবো মোরা এমনি করে,
দুজনার মাঝে দুজনারে বিলিয়ে।