দেখেছি তারে খুব কাছ হতে, একাকী নিরালায়
হৃদয়টা পূর্ণ যেন শুধুই রোমান্টিকতায়।
বেশিক্ষন নয় তবু যেন "বহু ক্ষন" তারে চিনিবার
মুখোমুখি নয় ছিলেম পাশে একান্তে অনিবার।
দেখেছি শুধুই, যা দেখা হয় নি আগে
এ ছিল প্রথম দৃষ্টি প্রাণের নিবিড় উচ্ছ্বাসে।
শুনেছি তার কথা খুব আপন করে
যা শুনতে অপেক্ষা করেছি বহু দিন ধরে।
ভালোলাগা গুলোও তার ছিল আমার মত
যতটুকু আমি চাই ঠিক যেন তত।
নির্বাক হয়ে শুনেছি তা বসে
প্রাণের মাঝে ছিলেম সবাক, হয়ত বোঝে নি সে।

একটু একটু করে বুঝেছি তাকে
আর পেয়েছি অপূর্ব এক মিল তার সাথে।
পছন্দ তার আমার মত, প্রিয় কবির কবিতা শোনার
জ্যোৎস্না রাতে মৃদু আলোয় প্রকৃতি কে  দেখার।
প্রাণের সব সুন্দর দিয়ে কারো সাথে কথা বলার
এমন সুন্দর করে যেমনটি বলে নি আগে কেউ আর।
নিজেকে সুন্দরের মাঝে করতে আবিষ্কার
প্রয়াস যেন তার চলে বার বার।
আপন জনেরে ভালবাসতে নিবিড় করে
সাধ যেন তার জাগে মন ভরে।

সাধ জাগে তার প্রকৃতি কে ভালবাসার
আনমনা হয়ে নির্জন প্রকৃতির মাঝে বসে থাকার।
ইচ্ছে যেন তার আপনারে চিনিবার
চিনতে নিজেরে আপনার মাঝে চলে যাবার।
কত শত এমনই ইচ্ছে জাগে তার মনে
সবই যেন মিলে যায় আমার ইচ্ছার সনে।
হায় এত মিল তারে পাই নি কেন আগে
কেন আগে হয় নি দেখা এ কথা শুধুই মনে জাগে।
আজি পেলাম তারে যখন খুব কাছে করে
যেতে নাহি আর দেব তারে।