আমি তোমায় দেই নি কিছু
নিয়েছি যে সব
তাইতো এখন সারাবেলা
হৃদয়ে ব্যথা অনুভব।
দেবার তরে কিইবা আছে?
কিইবা দিব তোমায়?
শূন্য বলে চাও নি তুমি
দিয়েছো রেখে ক্ষমায়।
কত ছিল আশা আমার
কত ছিল সাধ
ভরে দিয়ে তোমার ভুবন
দূরিব তোমার অবসাদ।
পূর্ণ হয় নিকো মোর এমনি সাধ
ব্যর্থ যেন আমি
তবু ছিল চেষ্টা টুকু
জানে অন্তর্যামী।